আজকাল দোকানে কাস্টমার থাকে না। আবার যে দোকানে কাস্টমার আছে, তার সবই দেখা গেছে অনলাইন মার্কেটিং থেকে এসেছে। কিন্তু একটা মার্কেটে তো অনেকগুলো দোকান আছে, সবাই অনলাইনে মার্কেটিং করলেই তো সবার দোকানে কাস্টমার আসতো তাই না? আসলে সবাই অনলাইন বুঝে না, সবাই ই-কমার্স বুঝে না। ঠিক একারনেই যারা বুঝেন তারা অসময়েও খুব ভালো কাস্টমার পান! আমার অভিজ্ঞতায় বলতে পারি, ভবিষ্যতে সবাই দোকানেই কেনাকাটা করবে তবে সেটা অনলাইন দোকানে।
আপনারা জেনেন, এরই মধ্যে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানে হাজারো মানুষ চাকরি করছে। কিছু বছর আগেও কিন্তু এমন ছিলো না। চাকরিজীবনে বুঝেছি, যারা ইন্টার্ভিউ দিতে আসেন তারা অনেকেই ই-কমার্স সম্পর্কে জানে কিন্তু বুঝে না। একজন ব্যবসায়ী যদি অভিজ্ঞ কেউকে পান তাহলে কোন দ্বিধা ছাড়াই হায়ার করতে পারেন। ই-কমার্স জানা থাকলে চাকরির বাজারও অনেক সুযোগ আছে।
সারাদেশ থেকে অনলাইনে বিজনেস করার অনেক সুযোগ আছে। আমাদের দেশেরই এতো এতো প্রোডাক্ট আছে যা অনলাইনে বিক্রি করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। যেহেতু আমি ই-কমার্স কনসালটেন্সির মাধ্যমে অফলাইন বিজনেসকে অনলাইনে ট্রান্সফর্ম করে ই-কমার্স সেটআপ এর কাজ করি সেহেতু অনেক ক্লায়েন্টকে প্রশিক্ষণ দেওয়া লাগে। আমি দেখেছি, সঠিক দিকনির্দেশনা পেলে অনেকেই অনলাইনে বিজনেস করে সফল হতে পারে।
কিছুদিন আগে একজন আমার ওয়েবসাইট দেখে কল দিয়ে খুব সাবলীল ভাষায় বললেনঃ স্যার আমি অনলাইন বুঝি না, আমার এক বন্ধু অরগানিক ফুড আইটেম অনলাইনে সেল করে কিন্তু আমাকে শেখায় না। আপনি কি আমাকে প্রশিক্ষণ দিতে পারবেন?আমিও ভাবলাম প্রশিক্ষণ দিতে তো ক্ষতি নাই! যে প্রশিক্ষণ নিবে তারও লাভ এবং সর্বোপরি ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য তো খুবই ভালো।
সেই ভাবনা থেকেই আপনাদের সবার জন্য নিয়ে এসেছি ১ মাসের ই-কমার্স প্রশিক্ষণ। বলে রাখা ভালো, এই প্রশিক্ষণ থেকে আপনি ই-কমার্স বিজনেস কিভাবে হয় তা শিখতে পারবেন তবে আপনার বিজনেস আপনাকেই করতে হবে।
কারা এই প্রশিক্ষণটি করবেন?
♦ যারা স্টেপ বাই স্টেপ ই-কমার্স সেটআপ শিখতে চান!!
♦ যারা অনলাইনে নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে চান!!
♦ যারা নিজের দোকানের মালামাল অনলাইনে বিক্রি করতে চান!!
♦ যারা অনলাইনে নিজের ব্যবসা করতে আগ্রহী অথচ কিছুই জানেন না!!
♦ যারা নিজের অফলাইন ব্যবসাকে অনলাইনে ট্রান্সফর্ম করে নিজেই ব্যবসা পরিচালনা করতে চান!!
♦ যারা ই-কমার্স প্রতিষ্ঠানে চাকরি করতে চান কিন্তু অভিজ্ঞতা নেই তাই অভিজ্ঞতা অর্জন করতে চান!!
এই প্রশিক্ষণে কি কি শিখবেন?
⇒ ই-কমার্স বিজনেস প্রসেস
⇒ ই-কমার্স বিজনেস মডেল
⇒ বিজনেস ট্রান্সফরমেশন
⇒ ই-কমার্স সেটআপ
⇒ ডিজিটাল মার্কেটিং
⇒ সোশ্যাল মিডিয়া মার্কেটিং
⇒ ইনফ্লুয়েন্সার মার্কেটিং
⇒ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
⇒ ওয়েবসাইট ম্যানেজমেন্ট
⇒ কাস্টমার কেয়ার ম্যানেজমেন্ট
⇒ ডিজিটাল কনটেন্ট গাইডলাইন
⇒ ডেলিভারি ম্যানেজমেন্ট
⇒ অর্ডার ম্যানেজমেন্ট
⇒ মার্কেট এনালাইসিস
⇒ কম্পিটিটর এনালাইসিস
⇒ প্রোডাক্ট সোর্সিং
⇒ লাইভ প্রোজেক্ট
টিপস এন্ড ট্রিক্স তো আছেই।
১ মাসে ২ ঘণ্টা করে ১৫ টি ক্লাসে সর্বমোট ৩০ ঘণ্টায় প্রশিক্ষণটি শেষ হবে। এই প্রশিক্ষণটি করার জন্য আপনাকে এককালীন অফেরতযোগ্য ১৫ হাজার টাকা এডভান্স পেমেন্ট (বিকাশ পার্সোনালঃ 01612299333) করে এডমিশন কনফার্ম করতে হবে। প্রত্যেকটি ক্লাস জুম অথবা গোগোল মিট অনলাইনে লাইভ হবে তাই আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন সহ একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার থাকতে হবে!
রেজিস্ট্রেশন ফর্ম পুরন করার পর আমি নিজে ফোন করে রেজিস্ট্রেশন কনফার্ম করবো, পরবর্তীতে আমার টিম পেমেন্ট কনফার্ম সহ সময় মতো ক্লাসে জয়েন হতে সহযোগিতা করবেন। প্রশিক্ষণে আগ্রহী না হলে দয়া করে রেজিস্ট্রেশন করবেন না।
রেজিস্ট্রেশন করুন! কোন প্রশ্ন থাকলে, 01710960030 এই নাম্বারে ফোন করুন।
রেজিস্ট্রেশন
প্রশিক্ষণে আগ্রহী না হলে দয়া করে রেজিস্ট্রেশন করবেন না।